ব্রয়লার মুরগির দাম
- আপডেট সময় : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। আসন্ন এই ঈদের সময়ে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য কাঁচা বাজারের। আমরা জানি কোরবানির ঈদে পেঁয়াজ, রসুন এ জাতীয় দ্রব্যের চাহিদা বেশি থাকে। কিন্তু ঈদ আসার আগেই যেন লাগামহীনভাবে এসকল দ্রব্যের দাম বেড়েই চলছে। তবে স্বস্তির খবর হচ্ছে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে।
অভাবের এই সময়গুলোতে মানুষের একমাত্র ভরসা হচ্ছে ব্রয়লার মুরগি। গত রোজার ঈদের সময় এর দামও প্রচন্ড বেড়ে গিয়েছিল। কিন্তু ঈদের পর বয়লার মুরগির দাম কিছুটা কমেছে।
বর্তমানে বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৮৫ টাকা থেকে ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেই ব্রয়লার মুরগির দাম কত রোজার ঈদের সময় ২৫০ টাকা পর্যন্ত প্রতি কেজি দাম হয়েছিল। ব্রয়লার মুরগির চাহিদা সারা বছরই থাকে। শুধুমাত্র কোরবানির ঈদের সময় কিছুটা কম থাকে। কারণ মানুষের এসময় অল্প করে হলেও গরু খাসি, কিংবা মহিষের গোশত কিনে থাকে। তাছাড়া তীব্র গরমে খামারিদের মুরগি মরে যাওয়ার মত ঘটনা ঘটছে।
তাই বিগত বেশ কয়েকদিন ধরে ব্রয়লার মুরগির দামে ফিরে এসেছে কিছু সস্তি। হয়তো কোরবানির ঈদের কিছুদিন পর থেকে দাম পুনরায় বৃদ্ধি হতে থাকবে।
ব্রয়লার মুরগির দাম
যেহেতু কোরবানির ঈদে আল্লাহর নামে পশু কোরবানি দেয়া হয় এবং মানুষ এসময় গোশত খাওয়ার সুযোগ পায় তাই বাজারে বেড়ে গিয়েছে বিভিন্ন মসলা পাতির দাম। অল্প কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৫০ টাকা ছিলো সেই পিঁয়াজ এখন প্রতি কেজি ৮০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া ১৫০ টাকা কেজির রসুন এখন ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তবে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম কোনভাবেই ৬৫ টাকার বেশি হতে পারবে না। দেশি রসুনের দাম হবে প্রতি কেজি ১২০ টাকা। কিন্তু রাজধানীর সহ সারা বাংলাদেশেই কোথাও এই মূল্য তালিকা মানা হচ্ছে না।
ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। ৪৫ টাকা হালি ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি।
বিভিন্ন সবজির দাম তো এখন আকাশ ছোঁয়া। আলু প্রতি কেজি ৫৫ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা। অর্থাৎ বাজারে ৬০ টাকা কেজির নিচে বর্তমানে কোন সবজি পাওয়া যাচ্ছে না।
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া জানতে এখানে প্রবেশ করুন।