অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান
- আপডেট সময় : ১১:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রথম অনুষ্ঠানের পর এবার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছে। এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্ব বিখ্যাত শিল্পী রিহান্না। গতবারের মতো এবারও হলিউডের বিখ্যাত শিল্পী এবং গায়িকারা আসছেন তাদের বিয়েতে।
ইন্ডিয়ান সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেের মাধ্যমে জানা গিয়েছে, এবারের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বিদেশী খাবার থেকে খাঁটি দেশীয় অর্থাৎ ভারতীয় খাবার রাখা হয়েছে। সেই দেশীয় খাবারগুরো আনা হয়েছিল ব্যাঙ্গালুরের বিখ্যাত রামেশ্বর ক্যাটারিং থেকে।
অনন্ত ও রাধিকার বিয়ের এই অনুষ্ঠানে খাবারের পাশাপাশি রাখা হয়েছে বিশ্ব বিখ্যাত সংগীত শিল্পীদের জমকালো অনুষ্ঠান। সংগীতশিল্পী ডুয়া লিপা ও জনপ্রিয় ব্যান্ড ব্যাক স্ট্রিট বয়েজের পারফরম্যান্স ছিল অনন্ত রাধিকার বিয়েতে।
বিশ্ব বিখ্যাত ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতির মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ে হতে যাচ্ছে আগামী জুলাই মাসের ১২ তারিখে। ঠিক তারই আগে কয়েক ধাপে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। গত ২৯ মে থেকে শুরু হয়েছে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অনন্ত রাধিকার এবারের বিয়ের আয়োজনটি করা হয়েছিল একটি বিদেশী ক্রুজে। যে ক্রুজটি অনন্ত রাধিকাকে নিয়ে ইতালি থেকে যাত্রা শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমন করেছে।
অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান
এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জামনগরে আয়োজিত বিয়ের অনুষ্ঠানের প্রধান পর্বে ছিল বলিউডের বিখ্যাত সব তারকারা। এমনকি শাহরুখ খান, সালমান খান এবং আমির খানও একসাথে একই স্টেজে নেচেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী জানা গিয়েছে অনন্ত ও রাধিকার ওই বিয়ের অনুষ্ঠানের খরচ ছিল ১ হাজার ২০০ কোটি রুপি।
অনন্ত ও রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানটি যে ক্রুজে সম্পন্ন হয়েছে সে ক্রুজের ভাড়া প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা। এই ক্রুজটিতে মোট ছিলো রয়েছে ৬০০ জন সেই সাথে আরও ২০০ জন কর্মী ছিলো। ইতিমধ্যেই অতিথিদের নিয়ে ক্রুজটি এদেরকে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে এবং গন্তব্য ইতালিতে পৌচেছে।
যেকোনো জাঁকজমকপূর্ণ প্রাসাদকে টেক্কা দিতে পারবে এই ভাসমান ক্রুজটি। এটিকে অবশ্য একটি ভাসমান প্রাসাদ বলা যায়।
অন্যান্য শিল্পীদের পাশাপাশি অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে এবার ছিলো শাকিরা, ডুয়া লিপা এবং এ আর রহমান। বুঝতেই পারছেন বিবাহের অনুষ্ঠানটি কতটা জাকজমকপূর্ন ছিলো।
অর্জুন কাপুর ও মালাইকা আরোরার বিচ্ছেদ সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।