অজু করার নিয়ম
- আপডেট সময় : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
নামাজ বেহেস্তের চাবি। আর নামাজ পড়ার জন্য অত্যাবশ্যকীয় কাজ হল সঠিক উপায়ে অজু করা। পবিত্র কুরআনে নামাজ ও কুরআন পড়ার আগে বিশেষভাবে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অন্য আরো অনেক বিষয়ে অজু তো আছেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না সঠিক উপায়ে অজু করার নিয়ম। তাই অজু নিয়ে আপনাদের মনের সকল ধরনের সংশয় দূর করার চেষ্টা করব।
অজু কত প্রকার ও কি কি?
মুসলমানদের জন্য অজু মূলত ৩ প্রকার। ফরজ, ওয়াজিব এবং মুস্তাহাব। নামাজের জন্য অজু করা ফরজ, কাবা শরীফ তাওয়াফ বা হজের জন্য অজু করা ওয়াজিব। ঘুম কিংবা গোসলের আগে অজু করা মুস্তাহাব।
অজু করার সঠিক নিয়ম:
অজু করার সঠিক ধাপ ও নিয়ম গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।
• বিসমিল্লাহ বলে সর্বপ্রথম অজু করার জন্য নিয়ত করতে হয়।
• তারপরে উভয় হাতের গোড়ালি পর্যন্ত ভালোভাবে ৩ বার ধুতে হবে। মনে রাখবেন সব সময় আপনার ডান পাশের হাত থেকে শুরু করবেন। সাথে যদি কোন আন্টি থাকে তার ভেতরে অবশ্যই পানি প্রবেশ করাতে হবে।
• অজু করার জন্য তারপর হাতের তালুতে পানি নিয়ে ৩ বার গড় গড়া সহ কুলি করতে হবে।
অজু করার নিয়ম
• ডান হাতে পানি নিয়ে নাকের ছিদ্রগুলোতে প্রবেশ করে বাম হাত দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে।
• তারপর উভয় হাতে বেশি করে পানি নিয়ে পুরো মুখমন্ডল ৩ বার ধৌত করতে হবে।
• তারপর বা হাতে পানি নিয়ে ডান হাতের কনুই পর্যন্ত এবং ডান হাতে পানি নিয়ে বা হাতের কনুই পর্যন্ত ৩ বার একইভাবে ধৌত করতে হবে।
• এরপর সেই ভেজা হাত দিয়ে মাথার সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনের দিকে মাসেহ করতে হবে।
• তারপর দুই কানে তর্জনী প্রবেশ করিয়ে এবং কানের পেছনের অংশ গুলোতে বৃদ্ধাঙ্গুলী আগে পিছে করে ভালো করে পরিষ্কার করতে হবে।
• অবশেষে উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ভালো করে পরিষ্কার করতে হবে। এমন ভাবে পরিষ্কার করতে হবে যেন পায়ের প্রতিটি কোনায় পানি পৌঁছায়।
আশা করি উপরের লেখাটি পড়ে আপনারা অজু করার সঠিক নিয়ম জেনে গিয়েছেন। যদি কোন কারনে অসুস্থতা বা সমস্যা থাকে তাহলে পানি দিয়ে অজু করার পরিবর্তে শুকনা মাটি বা বালু ব্যবহার করে পবিত্রতা অর্জনের বিধান আছে। তবে আপনারা অবশ্যই অজু করার সঠিক নিয়ম ভালোভাবে জেনে নেবেন। সামর্থ্য থাকা সত্যেও সঠিক নিয়মে অজু না করলে নামাজ আদায় হবে না।
কোরবানির ইতিহাস সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।