এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ
- আপডেট সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
কিছুদিনের আগেই প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা আবার এসএসসি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জানিয়েছেন। যেহেতু ইতিমধ্য এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হয়ে গেছে তাই অনেক শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসএসসি পুনঃনিরীক্ষণের ফল জানার জন্য।
বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি পুনঃনিরীক্ষনের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। ঈদের আগে অর্থাৎ আগামী জুন মাসের ১১ তারিখে এই ফল ঘোষণা করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদেরকে এই সম্পর্কে জানান। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসএসসি পুনঃনিরীক্ষনের ফল প্রকাশের ব্যাপারে বলেন, বাংলাদেশের সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল একসাথে প্রকাশ করা হবে। আগামী ১১ ই জুন অনলাইনে অথবা এসএমএসের মাধ্যমে এই ফল জানা যাবে।
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ
এবছর এসএসসি ঢাকা বোর্ডের শুধু ১ লাখ ৬৯ হাজার এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা হয়েছে বলে তিনি জানান।
চলতি মাস অর্থাৎ মে মাসের ১২ তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় বাংলাদেশের সবগুলো বোর্ডে। মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ড মিলে এবার সর্বমোট পাশের হার ৮৩.০৪ শতাংশ।
সেই সাথে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মেয়েদের এ প্লাসের সংখ্যা সবচাইতে বেশি। সারা বাংলাদেশে এইচএসসি বা একাদশ শ্রেণিতে সিট সংখ্যা প্রায় ২৫ লাখ হলেও এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে প্রায় ১৮ লাখের মতন। অর্থাৎ সকল শিক্ষার্থী একাদশ শ্রেণী বা এইচএসসিতে ভর্তি হলেও বাংলাদেশের অনের শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু সিট খালি থাকবে।
আমরা জানি এসএসসি বা সমমান পরীক্ষায় কাঙ্খিত ফল না পেলে অনেকেই খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন বা চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের জন্য প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা আবেদন ফি জমা দিতে হয়। এতে অনেক শিক্ষার্থী ফেল থেকে পাস কিংবা রেজাল্ট খারাপ থেকে ভালো হতে পারে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পুনঃনিরীক্ষণ ফলের জন্য অপেক্ষা করছো তাদেরকে আরো কয়েকদিন ধৈর্য ধরতে হবে। জুন মাসে ১১ তারিখে এই ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা সিটি কলেজে ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।