আম্বানির ছেলের বিয়েতে এবার গাইছেন শাকিরা
- আপডেট সময় : ১২:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
আম্বানি পরিবারকে তো আমরা সবাই চিনি। পৃথিবীর শীর্ষ এই ধনী ব্যক্তির বিলাসবহুল জীবন যাপন সম্পর্কে জানেন নন এমন কেউ নেই। রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান কিছুদিন আগে সম্পন্ন হয়ে গেল। পৃথিবীর ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ছিল এটি। ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ, বিখ্যাত গায়িকা রিহান্না, বলিউডের নামিদামি স্টার ও পৃথিবী জুড়ে বিখ্যাত ব্যক্তিরা এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে।
সম্প্রতি শোনা যাচ্ছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক উইডিং অনুষ্ঠানে গান গাইতে আসছেন শাকিরা। ভারতীয় গণমাধ্যমগুলি এরকমই একটি খবর প্রকাশ করেছে।
সেই সকল সূত্র অনুযায়ী, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠানটি চলবে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত। আম্বানি পরিবারের এই বিয়েতে আরো আসতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান।
আম্বানির ছেলের বিয়েতে এবার গাইছেন শাকিরা
সেই সাথে আরো জানা গিয়েছে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এবার বিশাল বিলাসবহুল ক্রুজের চড়ে বিবাহ অনুষ্ঠান উপভোগ করবেন। উক্ত বিলাস বহুল ক্রুজটি ইতালি থেকে ফ্রান্সের দিকে সমুদ্রে পথে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে। উক্ত অনুষ্ঠানটিতে অতিথিদের তালিকায় রয়েছে ৮০০ জনের নাম। সেই সাথে ক্রুজ ও অনুষ্ঠান পরিচালনায় প্রায় ৬০০ জন কর্মী নিয়োজিত থাকবে।
ইন্ডিয়াতে যত বড় অনুষ্ঠানই হোক না কেন শাহরুখ খানের নাম তো থাকবেই। আম্বানির ছেলের এই বিয়েতে শাহরুখ খানকে আমন্ত্রণ করা হয়েছে সপরিবারে। সেই সাথে আরো থাকবেন বলিউডের সালমান খান, রণবীর আলিয়া জুটি, রণবীর দীপিকা জুটি, সিদ্বার্থ কিয়ারা সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।
তবে প্রিয়াঙ্কা ও নিক জোনাস ছাড়া আর কোন বিদেশী জুটি থাকবে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই ক্রুজের আয়োজন শুরু হয়ে গেছে। যেটির ১ দফা উদযাপন মুম্বাইতেও হতে পারে বলে জানা গিয়েছে।
বিয়ে তো অনেকেই করে। কেউ কেউ আবার নিজের বিয়ে কে স্মরণীয় করে রাখতে নানা রকম আয়োজন করেন। কিন্তু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিয়েটি বিশ্ববাসী সব সময় মনে রাখবে। এরকম জাকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে পৃথিবীতে খুব কমই দেখা যায়। সেই সাথে হলিউড ও বলিউডের বিখ্যাত বিখ্যাত শিল্পীদের আনা বা একসাথে দেখা আসে তো একটা ভাগ্যের ব্যাপার।