ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে আগামীকাল
- আপডেট সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বেশকিছু দিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী লঘু চাপ। যেটি আস্তে আস্তে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে। আবহাওয়াবিদরা জানিয়েছে লঘু চাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম রাখা হবে রেমাল। রেমাল নামটি ওমান দেশের দেওয়া যার অর্থ হচ্ছে বালি। আগামী শনিবার অথবা রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করে ভারত সহ পাশের দেশ মায়ানমারের আঘাত আনতে পারে।
গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান সাংবাদিদের কে বলেন, শুক্রবার উক্ত লঘু চাপটি আরও নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সাথে ঘনীভূত হয়ে আরো শক্তিশালী হবে। তবে নিম্নচাপে পরিণত হওয়ার আগ পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। যে কোন মাত্রার ঘূর্ণিঝড়ে এটি পরিণত হতে পারে।
এর আগের ঘূর্ণিঝড় গুলোতে আমরা দেখেছি সেগুলো কক্সবাজার থেকে মিয়ানমারের মধ্য দিয়ে অতিক্রম করেছে। তবে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বাংলাদেশের স্থলভাগের উপর দিয়ে গেলে বেশ জোরেশোরেই আঘাত হানবে বলে ধারণা করা যাচ্ছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে আগামীকাল
ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের সমুদ্র বন্দর থেকে এখনো ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। খুব শীঘ্রই সমুদ্রে উপকূলবর্তী এলাকাগুলোতে স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হবে। সেই সাথে ঘূর্ণিঝড় রেমাল উত্তর এবং পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। এভাবে অবশ্য এগুতে থাকলে বাংলাদেশের এলাকা গুলোতে আঘাতের সম্ভাবনা অনেক কম।
ইতিমধ্যে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। সমুদ্রের বেশি গভীরে না গিয়ে উপকূলের কাছাকাছি অবস্থানে থেকে মাছ ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবার অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির বেগ এখন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে কোন ঝড়ের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটারের মধ্যে হলে তাকে আমরা ঘূর্ণিঝড় বলে থাকি। সেই হিসেবে ঘূর্ণিঝড় রেমাল এখনো খুব বেশি শক্তিশালী হয়ে ওঠেনি।
আগামী ২ দিনের ভেতরে বোঝা যাবে এটি কতটা শক্তিশালী এবং কিভাবে আঘাত হানবে।
এদিকে সাগরে লঘু চাপ থাকায় সারা দেশের কোন বৃষ্টির দেখা নেই। সেই সাথে বেড়ে চলছে গরমের তীব্রতা। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উপকূলবর্তী এলাকায় গরমের তীব্রতা আরো অনেক বেশি। তার উপর ঘূর্ণিঝড় কোন সময় একা থাকতে পারে।
তাই সবাইকে সতর্কতার সহিত চলার জন্য অনুরোধ করা হয়েছে।