বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
- আপডেট সময় : ১২:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ক্রিকেট বিশ্বকাপ অংশগ্রহণ করার আগে প্রতিটি দলের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করে আইসিসি। এটি একটি রীতি বলতে পারেন। সেই রীতি অনুযায়ী এবারও সবগুলো দলের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি।
সেই প্রস্তুতি ম্যাচের লক্ষ্যে বাংলাদেশের সাথে অন্যন্য দলের তিনটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ রেখেছে আইসিসি। আগামী ২৮ শে মে বাংলাদেশের ক্রিকেট টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হচ্ছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় পর্বটিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে ভারত। তবে এই ম্যাচটির সময় ও ভেন্যু নির্ধারিত ছিল না। অবশেষে সেই ভেন্যু এবং সময়ও জানিয়ে দিল আইসিসি।
আন্তর্জাতিক স্টেডিয়াম কাউন্টটিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। কাউন্টি স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৪,০০০।
উক্ত ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন। বাংলাদেশ সময় রাত ৮ টা থেকে শুরু হবে উক্ত ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ।
আন্তর্জাতিক কাউন্টি স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য এটিই হতে যাচ্ছে সর্বপ্রথম প্রস্তুতি ম্যাচ হবে।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের পরিচিতি খুব বেশি দিনের নয়। তবে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে তারা ৫ উইকেটে বিজয় লাভ করেছে। বাংলাদেশের এই অনাকাঙ্ক্ষিত হারে বেশ হতাশ ক্রিকেটপ্রেমী দর্শকরা।
বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের রাঙ্ক ৯, আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯। কিন্তু বাংলাদেশের টাইগারদের যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা যেভাবে পরাজয় করেছে তাতে বোঝা উপায় নেই যে তারা অনভিজ্ঞ। সেজন্য পরবর্তী ম্যাচে জয়লাভ করে সিরিজ বাঁচানোর জন্য বেশ চাপে আছে শান্তরা।
টাইগারদের এই লজ্জাজনক হার থেকে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? সেটি বোঝা যাবে দ্বিতীয় ম্যাচে। যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের এই পরাজয় থেকে ভালো কিছু না হয় তাহলে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে দর্শকদের মনে উল্লাসের কোন শেষ নেই। অধীর আগ্রহে তারা অপেক্ষা করতে থাকে এই আয়োজনটির জন্য। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ে দর্শকরা ইতিমধ্যে হতাশ হয়ে পড়েছে। তারা অপেক্ষা করছে ভারতের সাথে পরবর্তী প্রস্তুতি ম্যাচটি দেখার জন্য। ইতিমধ্য সে ম্যাচটির তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।